ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

এ বছর নির্বাচন আয়োজন করা কঠিন: রয়টার্সকে নাহিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ বছর দেশে নির্বাচন আয়োজন করা সম্ভবত কঠিন। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তা হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সহজ হবে।
গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্র্বতী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন।

নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

এ বছর নির্বাচন আয়োজন করা কঠিন: রয়টার্সকে নাহিদ

আপলোড টাইম : ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ বছর দেশে নির্বাচন আয়োজন করা সম্ভবত কঠিন। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তা হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সহজ হবে।
গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্র্বতী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন।

নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।