ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় তেলজাতীয় ফসল বৃদ্ধিতে মাঠ দিবস

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ৫৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিফুল কবির।

তিনি বলেন, ‘আমরা পরীক্ষামূলক তেলজাত দ্রব্য বিশেষ করে সরিষার তেল উৎপাদনে সফল হয়েছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে রান্না করেন, এতে খাটি তেল যেমন পাবেন, তেমন ভেজাল তেল খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। সয়াবিন তেল উৎপাদন করতে ৩ কেজি প্রকৃত সয়াবিন লাগে, প্রতি কেজি সয়াবিনের দাম ১০০ টাকা। তাহলে এক কেজি সয়াবিন তেল উৎপাদনে করতে খরচ হয় ৩০০ টাকা। আসুন ভেজাল না খেয়ে খাটি সরিষার তেল খাই। আমরা সারা দেশে কয়েকটি এলাকা সরিষা চাষের আওতায় এনেছি, তার মধ্যে আলমডাঙ্গা উপজেলা একটি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ রায় ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস। উপ-সহকারী কৃষি অফিসার জাইদুল ইসলামের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, সাইফুল্লাহ মাহমুদ, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক আহসান, আশরাফুল আলম, আব্দুস সামাদ, এবিএম মমিন অর রশিদ প্রমুখ। সভা শেষে অটোমেটিক সরিষা ভাঙ্গানো মেশিন দিয়ে তেল তৈরি করার পদ্ধতি শেখানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় তেলজাতীয় ফসল বৃদ্ধিতে মাঠ দিবস

আপলোড টাইম : ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিফুল কবির।

তিনি বলেন, ‘আমরা পরীক্ষামূলক তেলজাত দ্রব্য বিশেষ করে সরিষার তেল উৎপাদনে সফল হয়েছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে রান্না করেন, এতে খাটি তেল যেমন পাবেন, তেমন ভেজাল তেল খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। সয়াবিন তেল উৎপাদন করতে ৩ কেজি প্রকৃত সয়াবিন লাগে, প্রতি কেজি সয়াবিনের দাম ১০০ টাকা। তাহলে এক কেজি সয়াবিন তেল উৎপাদনে করতে খরচ হয় ৩০০ টাকা। আসুন ভেজাল না খেয়ে খাটি সরিষার তেল খাই। আমরা সারা দেশে কয়েকটি এলাকা সরিষা চাষের আওতায় এনেছি, তার মধ্যে আলমডাঙ্গা উপজেলা একটি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ রায় ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস। উপ-সহকারী কৃষি অফিসার জাইদুল ইসলামের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, সাইফুল্লাহ মাহমুদ, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক আহসান, আশরাফুল আলম, আব্দুস সামাদ, এবিএম মমিন অর রশিদ প্রমুখ। সভা শেষে অটোমেটিক সরিষা ভাঙ্গানো মেশিন দিয়ে তেল তৈরি করার পদ্ধতি শেখানো হয়।