আলমডাঙ্গা ইউএনও মেহেদী ইসলামকে সম্মাননা প্রদান
- আপলোড টাইম : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে এ সম্মাননা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহিল আল মামুন, সহসভাপতি মনিরুজ্জামান, ক্যাশিয়ার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শামসুজ্জামান শাবু, প্রেসক্লবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, বিআরডিবি চেয়ারম্যান বিপ্লব মাস্টার, সহকারী শিক্ষক রহিদুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছিল। আলমডাঙ্গা পৌরসভা ও নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে পৌর প্রশাসক মানুষের আগ্রহ দেখে এক দিন বইমেলা বৃদ্ধি করে দেন। বইমেলার শেষ দিন সকল স্টলের মালিককে সনদপত্র প্রদান করা হয়েছিল এবং আলমডাঙ্গা সাহিত্য পরিষদকে ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী দিনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম উপস্থিত না থাকায় তাঁর ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে গতকাল প্রদান করা হয়েছে।