দামুড়হুদার হুদাপাড়ায় ‘আল্লাহ’ পরিচয় দিয়ে নারীর সঙ্গে প্রতারণা
সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া
- আপলোড টাইম : ০৯:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে
দামুড়হুদার হুদাপাড়ায় মাছুরা খাতুন নামে এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হুদাপাড়া গ্রামের মৃত নজরুল সরদারের স্ত্রী ভুক্তভোগী নারী মাছুরা খাতুন (৫৫) দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাছুরা খাতুন লিখত অভিযোগে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৭৫৪-৩৪১৯৩২ মোবাইল ফোন নম্বর থেকে ফোন দিয়ে ‘আল্লাহ’ বলে পরিচয় দিয়ে বলেন, আমি আজমীর শরিফ হতে বলছি, আমি কোনো সাধারণ মানুষ না।
অতঃপর জায়নামাজ ও তসবিহ ক্রয় বাবদ আমার নিকট হতে বিকাশের মাধ্যমে ০১৩৩০-৬৮১৪১০ আমাকে ১ হাজার ৬০০ টাকা পাঠাতে বলে। আমি তাকে টাকা পাঠাই এবং পরবর্তীতে আমার গ্রামের নিকটবর্তী শাহিন ও সুইটের বিকাশের দোকান থেকে বিভিন্ন সময়ে তাকে ০১৩৩০-৬৮১৪১০ নম্বরে ৫৬ হাজার টাকা পাঠাই।
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি আমাকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে কার্পাসডাঙ্গা বাজারস্থ মসজিদের সাথে একটি কাঁঠালগাছের গোড়ায় ১৫ হাজার টাকাসহ স্বর্ণের কানের দুল ৪ জোড়া, স্বর্ণের চেইন ৩টি, স্বর্ণের রুলি বালা ২ জোড়া এবং আরও ৭২ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। এরপর আরও টাকা দেওয়ার জন্য চাপসহ হুমকি দিতে থাকে।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।