দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পুনরায় তফসিল ঘোষণা
আগামী ১৪ মার্চ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ
- আপলোড টাইম : ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় তফসিল ঘোষণা করেছে কেরুজ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস ছাত্তার। তফসিল অনুযায়ী আগামী ১৪ মার্চ সকাল ৮টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে (নির্বাচন অফিসে) নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় তফসিল ঘোষণা করা হয়।
এ সভায় ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়। এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুহাম্মদ আব্দুছ ছাত্তারকে চেয়ারম্যান করে এ নির্বাচন পরিষদের কমিটি গঠন করা হয়। মহাব্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাইদ, উপ-ব্যবস্থাপক (পার্সোনাল) আল-আমিন, সদস্য উপ-ব্যবস্থাপক (হিসাব) শেখ জাবেদ হাসান সদস ও জুনিয়র অফিসার (ভূমি) সৈয়দ আফজালুর রহমানকে সদস্য করে এ নির্বাচন কমিটি গঠন হয়।
উল্লেখ্য, একজন শ্রমিক নেতার বদলিজনিত জটিলতার কারণে শ্রমিক-কর্মচারীদের লিখিত দাবির প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি সাময়িক স্থগিত করে রাখা হয় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন। প্রথম দিকে সেই শ্রমিক নেতাকে ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত থাকলেও পরে তা পরিবর্তন করে ভোট ও তফসিল ঘোষণার দাবিতে ৩২ শ্রমিক নেতা স্বাক্ষরিত পত্র মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের কাছে দিয়েছেন।
অনাকাক্সিক্ষত কিছু ঘটনার কারণে প্রশাসন এ ভোটে সহযোগিতা করবে কী না তা নিয়ে সন্দেহ দেখা দিলে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ও দর্শনা থানার অফিসার ইনচার্জের কাছে। সে পত্রের জবাব এখনো পাননি বলে জানিয়েছেন আব্দুছ ছাত্তার।
মৌসুম চলাকালীন নির্বাচন হলে শ্রমিক-কর্মচারীদের জন্য সুবিধা। ফলে অল্প দিনের মধ্যে চলতি আখ মাড়াই মৌসুম শেষ হবে। তাই দ্রুত তফসিল ঘোষণার দাবিতে ছুটতে শুরু করেছেন নেতৃবৃন্দ। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১২ সদস্যের শ্রমিক নেতাদের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলামের সাথে। শ্রমিক নেতৃবৃন্দ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বর্তমান পরিষদের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, বর্তমান পরিষদের সহসভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, আবু সাঈদ, মহিদুল ইসলাম, হারেজুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ।