চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯০ টাকা ফিতরা নির্ধারণ
- আপলোড টাইম : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে
এ বছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ফিতরা ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার বেলা ১১টায় কোর্ট জামে মসজিদে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের আহ্বানে সদকাতুল ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী সভাপতিত্ব করেন।
মিটিংয়ে আটার হিসেবে কেউ ফিতরা দিতে চাইলে তাকে ৯০ টাকা দিতে হবে। খেজুরের হিসেবে ফিতরা দিতে হলে ২ হাজার ৫০০ টাকা দিতে হবে। কিশমিশ হিসেবে ২ হাজার টাকা দিতে হবে। পনির হিসেবে ২ হাজার ৭০০ টাকা এবং যব হিসেব ফিতরা দিতে হবে ৪০০ টাকা।
উল্লেখ্য, ফিতরার সর্বনিম্ন পরিমাণ জনপ্রতি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ নগদ অর্থ ও মাল আসবাব এক বছর কাল স্থায়ী থাকা শর্ত নয়। অতএব, নিসাবের মালিক হলে নিজের ও নাবালক সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এদিকে প্রতি ভরি রুপার বিক্রয় মূল্য ১ হাজার ৬২০ টাকা হিসেবে ৫২.৫০ ভরি রুপার বিক্রয় মূল্য ৮৫ হাজার টাকার যাকাতযোগ্য সমপরিমাণ সম্পদ থাকলে এবং এই সম্পদ এক বছর স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরজ।
গত বুধবারের সভায় উপস্থিত ছিলেন উলামা পরিষদের সহসভাপতি মুফতি আযীযুল্লাহ, সহসভাপতি. মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী, দপ্তর সম্পাদক মুফতি শোয়াইব আহমদ কাসেমী, প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ বশির, সদস্য মাওলানা এনামুল হক ও মুফতি রুহুল আমিন।