ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
- আপলোড টাইম : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজর আলী মল্লিক। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন নিহত হন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি দাখিল মাদ্রাসার সামনে বুধবার রাতে একটি অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ফজর আলী মল্লিক নামে এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয়ী বিশ^াস খবরের সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাতনামা যানবাহনটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।