ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষ

দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১০

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে মসজিদে জুতা চুরি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বুধবার রাতে তারাবির নামাজের পর এই সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছে। আহদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দিগনগর ইউনিয়নের গোকুলনগ গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা ও স্যান্ডেল রহস্যজনকভাবে হারাতে থাকে। বুধবার রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঘর্ষে নজরুল ইসলাম, সুজন বিশ্বাস, উত্তম বিশ্বাস ও রিপন বিশ্বাসসহ ১০ ব্যক্তি আহত হয়।

তিনি আরও বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ খুব সম্ভব কুকুর খেলার ছলে স্যান্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষ

দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১০

আপলোড টাইম : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে মসজিদে জুতা চুরি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বুধবার রাতে তারাবির নামাজের পর এই সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছে। আহদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দিগনগর ইউনিয়নের গোকুলনগ গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা ও স্যান্ডেল রহস্যজনকভাবে হারাতে থাকে। বুধবার রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঘর্ষে নজরুল ইসলাম, সুজন বিশ্বাস, উত্তম বিশ্বাস ও রিপন বিশ্বাসসহ ১০ ব্যক্তি আহত হয়।

তিনি আরও বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ খুব সম্ভব কুকুর খেলার ছলে স্যান্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে।