মেহেরপুরে ২৫ এবং ২৬ মার্চ উদ্যাপনে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
মেহেরপুরে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আসাদুজ্জামান, জেলা সুপার দেবদুলাল, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে সকাল ১০টায় আলোচনা সভা, দুপুর ১২টা থেকে প্রামাণ্য চিত্র প্রদর্শন, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক আউট, সুবিধা জনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন পতাকা এবং ফেস্টুন দিয়ে সড়ক সজ্জিত করা। ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ।
২০-২৫ মার্চের মধ্যে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা। সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। জেলখানা, হাসপাতাল, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন। বিনোদন স্থান সমূহ খুলে দেওয়া এবং বিনা টিকিটে প্রবেশ। ১-২৩ মার্চ ক্রিকেট, ফুটবল, হাডুডু, কাবাডি খেলার আয়োজন। ২৬ মার্চ প্রামাণ্য চিত্র প্রদর্শন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।