মেহেরপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
মেহেরপুরে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মেহেরপুর শহরের কালাচাঁদপুরে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছারুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোমানা আহম্মদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আ. রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সদস্য বক্তিয়ার হোসেন, রেমিম, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতান, লিটন মাস্টার, সৌরভ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আশরাফুল প্রমুখ।