ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জীবননগর মনোহরপুরে বাসের ধাক্কায় শিশু মৃত্যু

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ৭৮ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার মনোহরপুরে চলন্ত বাসের ধাক্কায় হাসিবুর রহমান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে মনোহরপুর জোয়ার্দ্দারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী সোনারতরী নামের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় শিশু হাসিবুর। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। যশোরে নেওয়ার সময় পথের মধ্যে শিশুটির মৃত্যু হয়। বাসের চালক বাসটি বেপরোয়াভাবে চালিয়ে নিয়ে এসে সন্তোষপুর তেল পাম্পে রেখে পালিয়ে যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। নিহত শিশুর পরিবারকে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর মনোহরপুরে বাসের ধাক্কায় শিশু মৃত্যু

আপলোড টাইম : ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

জীবননগর উপজেলার মনোহরপুরে চলন্ত বাসের ধাক্কায় হাসিবুর রহমান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে মনোহরপুর জোয়ার্দ্দারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী সোনারতরী নামের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় শিশু হাসিবুর। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। যশোরে নেওয়ার সময় পথের মধ্যে শিশুটির মৃত্যু হয়। বাসের চালক বাসটি বেপরোয়াভাবে চালিয়ে নিয়ে এসে সন্তোষপুর তেল পাম্পে রেখে পালিয়ে যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। নিহত শিশুর পরিবারকে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।