ওমরাহ পালনে সৌদি গেলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন
- আপলোড টাইম : ০৮:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে মিশর বিমানবন্দরে যাত্রা বিরতি শেষে গতকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সময় সকাল ১০টায় মদিনায় পৌঁছেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তিনি চুয়াডাঙ্গা থেকে গত মঙ্গলবার সকালে ঢাকায় যাত্রার আগে চুয়াডাঙ্গাবাসীর নিকট দোয়া চেয়েছেন। ঢাকায় যাত্রার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, ছাত্রশিবিরের জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিদ হোসেন, জেলা জামায়াতের আইসিটি ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কলেজ সভাপতি পারভেজ আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য মফিজুর রহমান জোয়ার্দ্দার, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও তুহিন আহমেদ।