ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় আজিজুল হত্যা মামলার আসামি মিনারুল গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি মো. মিনারুল ইসলাম মিনারকে (৩৫) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে আসাননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ আগস্ট আলমডাঙ্গার গোবিন্দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী আজিজুল হককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়। তারা হলেন জাহাঙ্গীর, সোহেল ও মিনার। পুলিশ প্রথমে জাহাঙ্গীর ও সোহেলকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামি মিনার দুই মাস ধরে পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আজিজুলের ছেলে নাজমুস সাকিব জানান, ৭ আগস্ট বিকেলে আলমডাঙ্গা-কুটিয়া সড়কের সাদাব্রিজ সংলগ্ন তার চাচা পাপ্পু হোসেনের “আশা ট্রেডার্স” নামের ইলেকট্রনিক্স দোকানে দরজার কবজা ফেরত দেওয়া নিয়ে সবুজ ও মোস্তাকের সঙ্গে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় স্থানীয় কমিশনার রাজ্জাক দুই পক্ষকে আলোচনার জন্য দোকানের সামনে বসান। কিন্তু আলোচনার মাঝেই সবুজ ও মোস্তাকের সহযোগী জাহাঙ্গীর, সোহেল ও মিনার পাপ্পুকে বেধড়ক মারধর শুরু করে। বাধা দিতে গেলে আজিজুল হক রামদার আঘাতে গুরুতর আহত হন।

সাকিব বলেন, আমার বাবা একজন নিরীহ ব্যবসায়ী ছিলেন। কোনো অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, জাহাঙ্গীর, সোহেল ও মিনারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এবং দ্রুত বিচার নিশ্চিত করে।” পুলিশ জানিয়েছে, মিনারকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্ত আরও জোরদার হবে এবং বাকি আইনানুগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় আজিজুল হত্যা মামলার আসামি মিনারুল গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

আলমডাঙ্গা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি মো. মিনারুল ইসলাম মিনারকে (৩৫) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে আসাননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ আগস্ট আলমডাঙ্গার গোবিন্দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী আজিজুল হককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়। তারা হলেন জাহাঙ্গীর, সোহেল ও মিনার। পুলিশ প্রথমে জাহাঙ্গীর ও সোহেলকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামি মিনার দুই মাস ধরে পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আজিজুলের ছেলে নাজমুস সাকিব জানান, ৭ আগস্ট বিকেলে আলমডাঙ্গা-কুটিয়া সড়কের সাদাব্রিজ সংলগ্ন তার চাচা পাপ্পু হোসেনের “আশা ট্রেডার্স” নামের ইলেকট্রনিক্স দোকানে দরজার কবজা ফেরত দেওয়া নিয়ে সবুজ ও মোস্তাকের সঙ্গে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় স্থানীয় কমিশনার রাজ্জাক দুই পক্ষকে আলোচনার জন্য দোকানের সামনে বসান। কিন্তু আলোচনার মাঝেই সবুজ ও মোস্তাকের সহযোগী জাহাঙ্গীর, সোহেল ও মিনার পাপ্পুকে বেধড়ক মারধর শুরু করে। বাধা দিতে গেলে আজিজুল হক রামদার আঘাতে গুরুতর আহত হন।

সাকিব বলেন, আমার বাবা একজন নিরীহ ব্যবসায়ী ছিলেন। কোনো অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, জাহাঙ্গীর, সোহেল ও মিনারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এবং দ্রুত বিচার নিশ্চিত করে।” পুলিশ জানিয়েছে, মিনারকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্ত আরও জোরদার হবে এবং বাকি আইনানুগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।