বিদায়ী ইউএনও মমতাজ মহলকে দামুড়হুদা প্রেসক্লাবের সংবর্ধনা
নবাগত ইউএনও তিথি মিত্রের দায়িত্ব গ্রহণ
- আপলোড টাইম : ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
পদোন্নতি পাওয়া দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহলকে বিদায় সংবর্ধনা দিয়েছে দামুড়হুদা প্রেসক্লাব। একই সঙ্গে নবাগত ইউএনও তিথি মিত্র দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার রাত ৮টায় দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী ইউএনওকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মমতাজ মহলকে ক্রেস্ট প্রদান করেন সাংবাদিকরা। এ উপলক্ষে প্রেসক্লাব নতুন সাজে সজ্জিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও মোছা. মমতাজ মহল বলেন, ‘দামুড়হুদায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, যা আমার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। প্রেসক্লাবের উন্নয়নে আমি যতটুকু পেরেছি, সহযোগিতা করেছি। সকলের ভালোবাসা ও সম্মান আমাকে অভিভূত করেছে। আমার ও আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।’
ইউএনও মমতাজ মহল ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দামুড়হুদার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৪ মার্চ ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আইন কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। তিনি বলেন, ‘বিগত ৪১ বছরে দামুড়হুদা প্রেসক্লাবের কোনো উন্নয়ন হয়নি। কিন্তু ইউএনও মমতাজ মহল আমাদের প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার অবদান চিরদিন মনে রাখব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সসভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য আবদুস সালাম, তাছির আহমেদ, আরিফুল ইসলাম মিলন, শেখ হাতেম, জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক শিরিন জামান, জহুরুল ইসলাম প্রমুখ।
এদিকে, গতকাল সকাল সাড়ে ১০টায় দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিথি মিত্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। নবাগত ইউএনও তিথি মিত্র এর আগে জীবননগরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে যোগদান করেন। সবশেষ দামুড়হুদার ইউএনও হিসেবে নিয়োগ পান তিনি। তিথি মিত্র ৩৬তম বিসিএস ক্যাডার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি যশোর সদর উপজেলায়।
নবাগত ইউএনও হিসেবে যোগদান করায় তাঁকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলীমা আক্তার হ্যাপি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও গতকাল বিদায়ী ইউএনও মমতাজ মহল ও নবাগত ইউএনও তিথি মিত্রের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। নবাগত ইউএনও দামুড়হুদার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।