দর্শনায় পেটে বাছুরসহ গাভী জবাই করে মাংস বিক্রির ঘটনা
কসাইদের বিরুদ্ধে ব্যবসায়ীদের গণস্বাক্ষর- আপলোড টাইম : ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
দর্শনায় পেটে বাছুরসহ গাভী গরু জবাই ও মাংস নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রেলবাজার ব্যবসায়ীরা কসাইদের বিরুদ্ধে গণস্বাক্ষর করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, পেটে বাছুর থাকা অবস্থায় গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে জনরোষের মুখে পড়ে ৫ কসাই মাংস নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার মাছ ও কাঁচামাল ব্যবসায়ীরা অভিযুক্ত কসাইদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর করেন।
গণস্বাক্ষরে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কসাইরা হলেন ফুলচান কসাইয়ের ছেলে রফিক কসাই, জামির শিকদারের ছেলে শামীম কসাই, দিলুর ছেলে মামুন কসাই, সুলতান কসাইয়ের ছেলে সাজু কসাই এবং গনি কসাইয়ের ছেলে কালু কসাই। তারা বাছুরসহ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে তারা মাংস নিয়ে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও মাংস এখনো ফেরত দেওয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে- এবারও কি পার পেয়ে যাবে এই ৫ কসাই?
উল্লেখ্য, দর্শনায় পেটে বাছুরসহ গাভী গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালায় একদল কসাই সিন্ডিকেট। রমজানের শুরুতেই এ ধরনের ঘটনা সাধারণ মানুষকে হতবাক করেছে। গত ২ ফেব্রুয়ারি রোববার সকালে দর্শনা পৌর জবেহখানায় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলামের অনুপস্থিতিতে, তার অজান্তেই কসাইরা এই গরু জবাই করে। পরে তারা বাজারে মাংস বিক্রির জন্য প্রস্তুত করে এবং বিক্রি শুরু করে।