ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

শৈলকূপায় জোরপূর্বক ১০০ কার্ডের টিসিবির পণ্য লুণ্ঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে


ঝিনাইদহের শৈলকূপায় কার্ড ছাড়াই টিসিবির পণ্য জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। উদ্ধার হয়নি টিসিবির লুণ্ঠিত পণ্য। শৈলকূপার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি করার সময় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে খবরের সত্যতা পান। প্রকাশ্যে টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার ঘটনায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণের সময় জুলিয়াস নামে এক ব্যক্তি লোকজন নিয়ে জোরপূর্বক ১০০টি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য নিয়ে যান। ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরের হুমকি দেখান। শৈলকূপা উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়নের প্রশাসক মো. শরীফ উদ্দীন জানান, টিসিবির ডিলারের কাছ থেকে জুলিয়াসের নেতৃত্বে অন্তত ১০০টি টিসিবির পণ্য নিয়ে গেছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত টিসিবির মাল ফেরত কিংবা টাকাও দেয়নি। পরে তিনি ইউএনওকে ঘটনাটি অবহিত করেন।

টিসিবির ডিলার মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানায়, হুট করেই জুলিয়াসের লোকজন এসে ১০০টি কার্ডের পণ্য জোরপূর্বক নিয়ে চলে যায়। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলেন, ১০০টি কার্ডের পণ্য তিনি কিনে বৃহস্পতিবার বিতরণ করবেন। ডিলার আরও জানান, জুলিয়াস নামে ওই যুবক ১০০টি পণ্যের দাম পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে জুলিয়াস বলেন, ‘ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা আছে। ক্যামেরার ফুটেজ যাচাই করুন। আমি ঘটনাস্থলে যাইনি। কে বা কারা টিসিবির পণ্য নিয়ে গেছে, আমি কিছুই জানি না। প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলেছে।’ কাঁচেরকোল ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। জুলিয়াস মালগুলো ফেরত দিতে চেয়েছিল। এখন পর্যন্ত ফেরত দিয়েছে কি না জানি না।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌখিকভাবে জানিয়েছেন। তবে থানায় এখন পর্যন্ত টিসিবির ডিলার বা অন্য কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখনো কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তা আমি খতিয়ে দেখছি। তিনি আরও জানান, টিসিবির মালামাল ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে দিয়েছে কি না তা আমি জানি না। তবে ডিলার ১০০ কার্ডের বিপরীতে যে পণ্য হয়, তা কিনে বৃহস্পতিবার বিতরণ করবেন বলে জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকূপায় জোরপূর্বক ১০০ কার্ডের টিসিবির পণ্য লুণ্ঠন

আপলোড টাইম : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


ঝিনাইদহের শৈলকূপায় কার্ড ছাড়াই টিসিবির পণ্য জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। উদ্ধার হয়নি টিসিবির লুণ্ঠিত পণ্য। শৈলকূপার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি করার সময় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে খবরের সত্যতা পান। প্রকাশ্যে টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার ঘটনায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণের সময় জুলিয়াস নামে এক ব্যক্তি লোকজন নিয়ে জোরপূর্বক ১০০টি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য নিয়ে যান। ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরের হুমকি দেখান। শৈলকূপা উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়নের প্রশাসক মো. শরীফ উদ্দীন জানান, টিসিবির ডিলারের কাছ থেকে জুলিয়াসের নেতৃত্বে অন্তত ১০০টি টিসিবির পণ্য নিয়ে গেছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত টিসিবির মাল ফেরত কিংবা টাকাও দেয়নি। পরে তিনি ইউএনওকে ঘটনাটি অবহিত করেন।

টিসিবির ডিলার মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানায়, হুট করেই জুলিয়াসের লোকজন এসে ১০০টি কার্ডের পণ্য জোরপূর্বক নিয়ে চলে যায়। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলেন, ১০০টি কার্ডের পণ্য তিনি কিনে বৃহস্পতিবার বিতরণ করবেন। ডিলার আরও জানান, জুলিয়াস নামে ওই যুবক ১০০টি পণ্যের দাম পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে জুলিয়াস বলেন, ‘ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা আছে। ক্যামেরার ফুটেজ যাচাই করুন। আমি ঘটনাস্থলে যাইনি। কে বা কারা টিসিবির পণ্য নিয়ে গেছে, আমি কিছুই জানি না। প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলেছে।’ কাঁচেরকোল ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। জুলিয়াস মালগুলো ফেরত দিতে চেয়েছিল। এখন পর্যন্ত ফেরত দিয়েছে কি না জানি না।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌখিকভাবে জানিয়েছেন। তবে থানায় এখন পর্যন্ত টিসিবির ডিলার বা অন্য কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখনো কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তা আমি খতিয়ে দেখছি। তিনি আরও জানান, টিসিবির মালামাল ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে দিয়েছে কি না তা আমি জানি না। তবে ডিলার ১০০ কার্ডের বিপরীতে যে পণ্য হয়, তা কিনে বৃহস্পতিবার বিতরণ করবেন বলে জানিয়েছেন।