কার্পাসডাঙ্গায় কৃষকের এক বিঘা জমির ধান নষ্ট করে দেয়ার অভিযোগ
- আপলোড টাইম : ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ১ বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, মুন্সিপুর সোনা তোলা বিল মাঠে মুন্সিপুর গ্রামের আমোদ আলীর ছেলে কাসেম মাস্টার ১ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। তিনি বলেন, বুধবার সকালে মুন্সিপুর গ্রামের তাবেদ সর্দারের ছেলে তাহা জুল, সিরাজ সর্দারের ছেলে হাসান, রবিউল,কাদের সর্দারের ছেলে বশির, কাবের সর্দারের ছেলে পটলসহ আরও কয়েকজন তার জমিতে গিয়ে ১ বিঘা জমির ধান গাছ উপরে জমির কাদার নিচেই পুঁতে দেয়। তারা আমার চরম ক্ষতি করেছে। আমি কি খাবো। আমার পরিবারের মুখে দুটি ভাত তুলে দেবো তার ব্যবস্থাও রইলো না। আমি ন্যায় বিচার চাই। কাশেম মাস্টার এ বিষয়ে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে জানতে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্যে পাওয়া যায়নি।