শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মেহেদী আহত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
- আপলোড টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মো. কিতাব আলীর ছেলে সাংবাদিক মেহেদী হাসান মিলন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বাড়ি ফেরার পথে দামুড়হুদা চৌরাস্তা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও তার বাইকের সামনের অংশটি ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। এসময় তিনিসহ স্থানীয়রা সাংবাদিক মেহেদীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। সাংবাদিক মেহেদী হাসানের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
ট্যাগ :