ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সবার সহযোগিতায় বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার বেলা দুইটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সবার সহযোগিতায় বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কেউ কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে খাদ্যে ভেজাল মেশানো হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তাই সবাইকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি বাজার মনিটরিংও বাড়ানো হবে।’

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। সভায় পবিত্র রমজান মাসজুড়ে ভোক্তারা যেন ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্য পণ্য ক্রয় করতে পারেন এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী করণীয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, পরিবেশক সমিতির সভাপতি মাসুদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক জহির রায়হান, সাংবাদিক এম এ মামুন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সবার সহযোগিতায় বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব

আপলোড টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার বেলা দুইটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সবার সহযোগিতায় বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কেউ কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে খাদ্যে ভেজাল মেশানো হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তাই সবাইকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি বাজার মনিটরিংও বাড়ানো হবে।’

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। সভায় পবিত্র রমজান মাসজুড়ে ভোক্তারা যেন ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্য পণ্য ক্রয় করতে পারেন এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী করণীয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, পরিবেশক সমিতির সভাপতি মাসুদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক জহির রায়হান, সাংবাদিক এম এ মামুন প্রমুখ।