ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

অগ্রণী ব্যাংকের অফিসার (জেনারেল) পদে চূড়ান্ত হলেন সাংবাদিক শাহ আলম সনির পুত্র জান্নাত

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৮:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৬৩ বার পড়া হয়েছে

দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি ও রাহিমা রমা দম্পতির প্রথম সন্তান মাহমুদ আল জান্নাত অগ্রণী ব্যাংক পিএলসিতে অফিসার (জেনারেল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি গতকাল বুধবার সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ‘অফিসার (জেনারেল)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

চুয়াডাঙ্গার মুক্তিপাড়ার শুভ তারা চাইল্ড হোম থেকে মাহমুদ আল জান্নাতের শিক্ষাজীবন শুরু হয়। এরপর প্রদীপন বিদ্যাপীঠে পড়াশোনা করেন। ২০১৪ সালে ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে কৃতকার্য হন তিনি। এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতক এবং ফুড মাইক্রোলজিতে স্নাতকত্তোর সম্পন্ন করেন। এছাড়াও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে পিজিটি সম্পন্ন করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার কেয়ার অ্যান্ড কিউর মেডিকেল সার্ভিসেস-এ পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিকপুত্র মাহমুদ আল জান্নাতের এই সাফল্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এবং দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশিসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

অগ্রণী ব্যাংকের অফিসার (জেনারেল) পদে চূড়ান্ত হলেন সাংবাদিক শাহ আলম সনির পুত্র জান্নাত

আপলোড টাইম : ০৮:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি ও রাহিমা রমা দম্পতির প্রথম সন্তান মাহমুদ আল জান্নাত অগ্রণী ব্যাংক পিএলসিতে অফিসার (জেনারেল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি গতকাল বুধবার সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ‘অফিসার (জেনারেল)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

চুয়াডাঙ্গার মুক্তিপাড়ার শুভ তারা চাইল্ড হোম থেকে মাহমুদ আল জান্নাতের শিক্ষাজীবন শুরু হয়। এরপর প্রদীপন বিদ্যাপীঠে পড়াশোনা করেন। ২০১৪ সালে ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে কৃতকার্য হন তিনি। এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতক এবং ফুড মাইক্রোলজিতে স্নাতকত্তোর সম্পন্ন করেন। এছাড়াও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে পিজিটি সম্পন্ন করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার কেয়ার অ্যান্ড কিউর মেডিকেল সার্ভিসেস-এ পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিকপুত্র মাহমুদ আল জান্নাতের এই সাফল্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এবং দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশিসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।