খাদিমপুর ও চিৎলায় ইফতার মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান
জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব
- আপলোড টাইম : ০৮:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ও চিৎলা ইউনিয়ন বিএনপির পৃথক আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এসব মাহফিলে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খাদিমপুর ইউনিয়নের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেরেগুল ইসলাম বিশ্বাস এবং চিৎলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার মারাত্মক সংকটের মধ্যে থেকে উত্তরণের আশায় দিন গুনছে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। কিন্তু আজ তিনি সুবিচার থেকে বঞ্চিত। আমরা সবাই তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।’
শরীফুজ্জামান বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার দেশকে একদলীয় শাসনে পরিণত করেছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিরোধী মতকে দমন করা হয়েছিল। এমন সময় দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থাতে বিএনপি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন আমাদের দায়িত্ব এই পরিস্থিতি যেন পুররায় প্রতিষ্ঠিত না হয়, তার জন্য ঐক্যবদ্ধ হওয়া। সকল সড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, দেশ ও জনগণের অধিকার ফিরিয়ে আনা। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকার রক্ষার পক্ষে। আমরা জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় না আনা পর্যন্ত আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব না। তাই সকলে ঐক্যবদ্ধ হোন, দেশের মানুষের স্বার্থে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে একতা বজায় রাখুন। মানুষের পাশে দাঁড়ান।’
শরীফুজ্জামান বলেন, ‘আজকের এই দোয়া ও ইফতার মাহফিল আমাদের ঐক্যের প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ, খুব শিগগিরই গণতন্ত্রের বিজয় হবে, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের জন্য কাজ করবেন। দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে।’ তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, পাশাপাশি গণতন্ত্র রক্ষার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন। একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’
গতকাল বাদ আসর আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে খাদিমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেরেগুল ইসলাম বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজালাল ব্যানা, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা ও জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লালন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি কুদ্দুস মহলদার, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব আলম মাহবুব, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মশিউর রহমান ও যুগ্ম সম্পাদক মানান মেম্বার।
অপর দিকে, বিকেল পাঁচটায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির আয়োজনে চিৎলা বাজার মোড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল ও উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সাইফুল আলম কনক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদলের নেতা ও চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার বেল্টু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস আলী। দুটি অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।