মহেশপুর-৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার
ভারতীয় নাগরিকসহ ৬ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ১০:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে মাদকদ্রব্য, ভারতীয় পণ্য এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশি ও ভারতীয় নাগারিককে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন/বাজারে কোটচাঁদপুরের ইউএনও কাজী আনিসুল ইসলামের নেতৃত্বে মেসার্স আপন বস্ত্রালয়, ময়ূরী বস্ত্রালয় এবং পরশমনী শপিং সেন্টারে কাপড়ের দোকানে টাস্কফোর্স অপারেশন পরিচালনা করা হয়। এই টাস্কফোর্স অপারেশনে কাস্টম, বিজিবি এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে। অপারেশন পরিচালনা করে অবৈধভাবে সংগ্রহকৃত ৮১ পিস ভারতীয় শাড়ি এবং ৯ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৬ হাজার ৪২৫ টাকা।
এছাড়া গত সোমবার দিবাগত রাতে মাটিলা গ্রামের বাঁশ বাগানের মধ্যে নম্বর-৬০৪৪৩ হাবিলদার একেএম রেজাউল করিমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার ভোরে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. রফিকুলের আমবাগানের সামনে রাস্তার ওপর হতে নম্বর-৫৯৬৩৪ হাবিলদার মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপর দিকে, গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১ ভারতীয় নাগরিক এবং ৬ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ১ জনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এবং ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।