ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগের নির্দেশ

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কমিটি অকার্যকর ঘোষণা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সংক্রান্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। যেহেতু বিগত নির্বাচিত পরিষদের মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে, তাই তা অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে ঘোষণা দেয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য আঞ্চলিক শ্রম অধিদপ্তর স্মারক নম্বর ৪০.০২.৫০০০.০০০.৩০৯.৩৪.০০১৩.২২.১৪৯/১(১) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দর্শনা থানার অফিসার ইনচার্জকে অনুলিপি প্রেরণ করেছে। আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক (রুটিন দায়িত্ব) কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার জন্য এ নির্দেশনা প্রদান করেন।

অনুলিপিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্রের অনুচ্ছেদ নম্বর ১৮ অনুযায়ী, দেশের জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ কোনো কারণ ছাড়া কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হলে তা অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কেরুজ শ্রমিক ও কর্মচারীরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আঞ্চলিক শ্রম অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কৃষ্টিয়া-এর মাধ্যমে এসব নির্দেশনা প্রদান করেছে। ফলে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করা এখন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগের নির্দেশ

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কমিটি অকার্যকর ঘোষণা

আপলোড টাইম : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সংক্রান্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। যেহেতু বিগত নির্বাচিত পরিষদের মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে, তাই তা অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে ঘোষণা দেয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য আঞ্চলিক শ্রম অধিদপ্তর স্মারক নম্বর ৪০.০২.৫০০০.০০০.৩০৯.৩৪.০০১৩.২২.১৪৯/১(১) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দর্শনা থানার অফিসার ইনচার্জকে অনুলিপি প্রেরণ করেছে। আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক (রুটিন দায়িত্ব) কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার জন্য এ নির্দেশনা প্রদান করেন।

অনুলিপিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্রের অনুচ্ছেদ নম্বর ১৮ অনুযায়ী, দেশের জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ কোনো কারণ ছাড়া কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হলে তা অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কেরুজ শ্রমিক ও কর্মচারীরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আঞ্চলিক শ্রম অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কৃষ্টিয়া-এর মাধ্যমে এসব নির্দেশনা প্রদান করেছে। ফলে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করা এখন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।