ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

ঝিনাইদহে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬ মার্চ প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহিদদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হবে। এছাড়া বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে। বিশেষ এ দিবস উপলক্ষে সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশনসহ সড়ক সজ্জিতকরণ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময়ে স্থানীয় সরকার উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড টাইম : ১০:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬ মার্চ প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহিদদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হবে। এছাড়া বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে। বিশেষ এ দিবস উপলক্ষে সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশনসহ সড়ক সজ্জিতকরণ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময়ে স্থানীয় সরকার উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।