জীবননগরে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
- আপলোড টাইম : ১০:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
জীবননগর ভৈরব সাহিত্য সংসদের কার্যালয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ডাক্তার ইছাহক আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিক্ষাবিদ রুহুল আমিন মল্লিক। এতে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মাজেদুুর রহমান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার কবি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক আজিজুর রহমান, কবি আজিজ হোসেন ও ডা. ইব্রাহিম খলিল। সংসদের সেক্রেটারি কবি খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্র শিল্পী পাখি প্রেমিক কবি মনিউর রানা, কবি আরিফুল ইসলাম সবুজ, কবি হাফিজুর রহমান, কবি শেখ নজরুল ইসলাম, কবি জিনারুল ইসলাম, কবি নাহিদ হোসেন, কবি সাব্বির আহম্মেদ প্রমুখ।