ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

দামুড়হুদায় তারুণ্যের উৎসবে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

দামুড়হুদায় তারুণ্যের উৎসব উপলক্ষে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম, ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ্, সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগ, দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ব্র্যাক) প্রধান শিক্ষক শামসুন নাহার, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনিজ ফাতেমা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবীর দিনার প্রমুখ।

ইউএনও মমতাজ মহল বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনীর গুণাবলী বিকাশের লক্ষে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এমনকাজে উদ্যোক্তারা যেন উৎসাহ পান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের মানসম্মত প্রজেক্ট ও বিভিন্ন উদ্ভাবনীতে সহযোগিতা করতে হবে। তাদের উপস্থাপন যেন ভালো হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক), দ্বিতীয় স্থান অধিকার করে ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে গত বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে দেশের উন্নয়ন সম্পর্কিত সৃজনশীল কাজে আইসিটি সম্পর্কিত তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনীর গুণাবলী বিকাশের লক্ষ্যে ‘তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও সাইবার সচেতনতা সভা’ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা বা উদ্যোগ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে উপজেলার আইসিটি ল্যাব আছে ও আইসিটিতে পারদর্শী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় তারুণ্যের উৎসবে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

দামুড়হুদায় তারুণ্যের উৎসব উপলক্ষে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম, ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ্, সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগ, দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ব্র্যাক) প্রধান শিক্ষক শামসুন নাহার, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনিজ ফাতেমা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবীর দিনার প্রমুখ।

ইউএনও মমতাজ মহল বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনীর গুণাবলী বিকাশের লক্ষে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এমনকাজে উদ্যোক্তারা যেন উৎসাহ পান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের মানসম্মত প্রজেক্ট ও বিভিন্ন উদ্ভাবনীতে সহযোগিতা করতে হবে। তাদের উপস্থাপন যেন ভালো হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক), দ্বিতীয় স্থান অধিকার করে ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে গত বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে দেশের উন্নয়ন সম্পর্কিত সৃজনশীল কাজে আইসিটি সম্পর্কিত তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনীর গুণাবলী বিকাশের লক্ষ্যে ‘তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও সাইবার সচেতনতা সভা’ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা বা উদ্যোগ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে উপজেলার আইসিটি ল্যাব আছে ও আইসিটিতে পারদর্শী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।