ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

মেহেরপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার বারাদী ৪২ কৃষি ইউনিটের আওতায় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমের অংশ হিসেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পেঁয়াজ বীজ উৎপাদন বিষয়ক দুই দিনের অনাবাসিক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সমাপনী দিনে সদর উপজেলার বারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ ফায়সাল মাহমুদ জোয়ার্দার, সহকারী কৃষিবিদ ম. ফেরদাউস হোছাইন প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক মো. আবু তালেব ও রিপন আলী জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা হাতে-কলমে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণের কৌশল শিখতে পেরেছেন, যা তাঁদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উৎপাদনে স্বনির্ভরতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

আপলোড টাইম : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

মেহেরপুর সদর উপজেলার বারাদী ৪২ কৃষি ইউনিটের আওতায় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমের অংশ হিসেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পেঁয়াজ বীজ উৎপাদন বিষয়ক দুই দিনের অনাবাসিক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সমাপনী দিনে সদর উপজেলার বারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ ফায়সাল মাহমুদ জোয়ার্দার, সহকারী কৃষিবিদ ম. ফেরদাউস হোছাইন প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক মো. আবু তালেব ও রিপন আলী জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা হাতে-কলমে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণের কৌশল শিখতে পেরেছেন, যা তাঁদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উৎপাদনে স্বনির্ভরতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।