গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
- আপলোড টাইম : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে চোরের দল ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে। চুরির প্রমাণ মুছে ফেলতে ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায় তারা।
ব্যাংক শাখার ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, প্রতিদিনের মতো সোমবার দিনের লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা সংরক্ষিত ছিল। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে ব্যাংক খুলতে গিয়ে দেখা যায়, জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা, ভেতরে সবকিছু এলোমেলো এবং টাকা উধাও।
তিনি বলেন, ‘ব্যাংকে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল, কিন্তু চোরেরা খুব পরিকল্পিতভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে, যাতে তাদের শনাক্ত করা না যায়। আমরা দ্রুত পুলিশকে খবর দিই, এবং তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।’
চুরির খবর পেয়ে গাংনী থানা পুলিশ, ডিবি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ব্যাংকের আশপাশের দোকান ও রাস্তার মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ব্যাংকে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই সকালে ব্যাংকের সামনে ভিড় জমান। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এলাকায় এমন চুরি আগে খুব একটা হয়নি। ব্যাংকের মতো নিরাপদ জায়গায় যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?’
স্থানীয় ব্যবসায়ীরা এজেন্ট ব্যাংকের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বলেন, ‘আমরা চোরদের শনাক্ত করতে কাজ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।’