চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনে বিজিবির অভিযান
তিন কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক— ২- আপলোড টাইম : ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাসা পরিবহনে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১৮ টি স্বর্ণেরবার উদ্ধার কয়েছে চুয়াডাঙ্গা—৬ বিজিবি। এসময় দুই স্বর্ণ চোরাকারবারী আটক হন। মঙ্গলবার ( ৪ মার্চ) বিকেল চারটায় চুয়াডাঙ্গা—৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা—৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে পূর্বাসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়। আটককৃতর স্বর্ণ পাচারকারী দুজন হলেন— চুয়াডাঙ্গা দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব—১৫—০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। আমাদের আভিযানিক দল চুয়াডাঙ্গা—ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১ টায় গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পেঁৗছালে তার গতিরোধ করে তল্লাশী করা হয়। এসময় স্বর্ণ চোরাকারবারী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশী করলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার উদ্ধার হয়। এছাড়াও তাদের নিটক থেকে ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
চুয়াডাঙ্গা—৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান আরও বলেন, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।