ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

এক রাতে চার জনকে কুপিয়ে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

গত রবিবার দিবাগত রাতে চার জেলায় চার জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরির আঘাতে খুন হয়েছেন অজ্ঞাত এক যুবক। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনার মোহনগঞ্জে পূর্বশত্রুতার জেরে মাছের আড়ত থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এক যুবককে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম অফিস জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে লালদীঘি এলাকায় অবস্থান করছিলেন শাহেদ হোসেন নামে এক ছিনতাইকারী। ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে লালদীঘি মোড় থেকে ধাওয়া করে জনতা। এক পর‌্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ঐ যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে তার মত্যু হয়। পরে ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
বরিশালে রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নয়ন নামে অন্য এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নয়নকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহত সুরুজের বড় ভাই শাহিন গাজী কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশন পুকুরপাড় এলাকায় পূর্বশত্রুতার জেরে মাছের আড়ত থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার মাছব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতিন চৌডালার সাহেব গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

এক রাতে চার জনকে কুপিয়ে হত্যা

আপলোড টাইম : ০৩:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

গত রবিবার দিবাগত রাতে চার জেলায় চার জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরির আঘাতে খুন হয়েছেন অজ্ঞাত এক যুবক। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনার মোহনগঞ্জে পূর্বশত্রুতার জেরে মাছের আড়ত থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এক যুবককে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম অফিস জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে লালদীঘি এলাকায় অবস্থান করছিলেন শাহেদ হোসেন নামে এক ছিনতাইকারী। ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে লালদীঘি মোড় থেকে ধাওয়া করে জনতা। এক পর‌্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ঐ যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে তার মত্যু হয়। পরে ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
বরিশালে রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নয়ন নামে অন্য এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নয়নকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহত সুরুজের বড় ভাই শাহিন গাজী কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশন পুকুরপাড় এলাকায় পূর্বশত্রুতার জেরে মাছের আড়ত থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার মাছব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতিন চৌডালার সাহেব গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।