আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৬:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে ডায়াবেটিস ক্লিনিকের হলরুমে ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মকবুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মীর শফিকুল, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী, সাবেক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, বিআরডিবি চেয়ারম্যান বিপ্লব মাস্টার, সরকারি কলেজের প্রভাসক আব্দুল হাই, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, ছাত্র সমন্বয়ক মূছাব আলী, সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মামুনুর রশিদ মন্ডল, সাজ্জাদ হোসেন, রহিদুল ইসলাম, তাইফুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নাগরিক উন্নয়ন কমিটির গঠনতন্ত্র প্রস্তুত করতে কমিটির আহ্বায়কসহ সকলকে অনুরোধ জানানো হয়। এবং সমিতির মাসিক চাদা নির্ধারণ করা হয়। পরে ১৪ রোজায় নাগরিক কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানান সভাপতি সিরাজুল ইসলাম।