ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দর্শনায় শ্রম অধিদপ্তর, কেরুজ কর্তৃপক্ষ ও প্রার্থীদের নিয়ে বৈঠক

শিগগিরই হবে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

দর্শনার কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সাথে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক ও শ্রমিক নেতাদের এই বৈঠক হয়। বৈঠকে আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কেরু চিনিকল কর্তৃপক্ষ, নির্বাচন পরিচালনা কমিটি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোট করার পক্ষে একমত পোষণ করেন।

বৈঠকে শেষে ভোট করার সিদ্ধান্তে একমত হয়ে আঞ্চলিক শ্রম অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশন বরাবর আবেদন করে নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচন বাস্তবায়ন করব।’ এ বিষয় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ জানান, ‘জেডিএল, কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, নির্বাচন কমিটির চেয়ারম্যান আব্দুছ ছাত্তার ও শ্রমিকরা নির্বাচনের পক্ষে মতামত দিয়েছি। এখন জেডিএল প্রশাসনের সাথে আলোচনা করে একমত হলে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, নির্বাচনে কারো আপত্তি নেই। আঞ্চলিক শ্রম অধিদপ্তর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নির্বাচন করার ব্যবস্থা নেবে। নির্বাচন করতে কেউ দ্বিমত করেনি। সবমিলে মনে হচ্ছে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন অচিরেই হতে যাচ্ছে।

নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, জয়েন্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় শ্রম অধিদপ্তর, কেরুজ কর্তৃপক্ষ ও প্রার্থীদের নিয়ে বৈঠক

শিগগিরই হবে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন

আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

দর্শনার কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সাথে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক ও শ্রমিক নেতাদের এই বৈঠক হয়। বৈঠকে আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কেরু চিনিকল কর্তৃপক্ষ, নির্বাচন পরিচালনা কমিটি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোট করার পক্ষে একমত পোষণ করেন।

বৈঠকে শেষে ভোট করার সিদ্ধান্তে একমত হয়ে আঞ্চলিক শ্রম অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশন বরাবর আবেদন করে নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচন বাস্তবায়ন করব।’ এ বিষয় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ জানান, ‘জেডিএল, কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, নির্বাচন কমিটির চেয়ারম্যান আব্দুছ ছাত্তার ও শ্রমিকরা নির্বাচনের পক্ষে মতামত দিয়েছি। এখন জেডিএল প্রশাসনের সাথে আলোচনা করে একমত হলে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, নির্বাচনে কারো আপত্তি নেই। আঞ্চলিক শ্রম অধিদপ্তর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নির্বাচন করার ব্যবস্থা নেবে। নির্বাচন করতে কেউ দ্বিমত করেনি। সবমিলে মনে হচ্ছে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন অচিরেই হতে যাচ্ছে।

নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, জয়েন্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী প্রমুখ।