দর্শনায় চোরাই মাইক্রোবাস ও তিনটি ব্যাটারিসহ গ্রেপ্তার ২
- আপলোড টাইম : ০৬:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
দর্শনা থানা পুলিশ একটি মাইক্রোবাসসহ ট্রাক ও ট্রাক্টরের তিনটি চোরাই ব্যাটারি উদ্ধার কয়েছে। এসময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযানে দর্শনা থানাধীন পুরাতন বাজার এলাকা থেকে বেলা দুইটার দিকে ট্রাকের ব্যাটারি চুরির সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর মুন্সিপাড়ার মফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রাশেদ (৩০) ও গুলশানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৯)। অভিযানে তাদের হেফাজত থেকে চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল- একটি ট্রাকের ব্যাটারি, দুটি ট্রাক্টরের ব্যাটারি, একটি নোহা মাইক্রোবাস, তিনটি মোবাইল ফোন ও দুটি রেঞ্জ। এ ঘটনায় দর্শনা থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর।