ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

মাদক সেবনে বাধা সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় এহিয়ার রহমান (৫৬) নামের সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় মাদকসেবীরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের থামানোর চেষ্টা করেন এবং চাচাতো ভাই সিরাজুলকে নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এসময় পেছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি ও লোহার রড দিয়ে তারা হামলা করেন।

আহত এহিয়ার রহমান জানান, আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াতো। তিনি তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায় বলে এহিয়ার রহমান অভিযোগ করেন। মামলার আসামিরা হলেন- রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো. মাসুম, বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী, মিণ্টুর ছেলে রিফাত হোসেন, আমির আলীর স্ত্রী মোছা. মঞ্জুরা বেগম, মিণ্টুর স্ত্রী রিনা বেগম ও তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মাদক সেবনে বাধা সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় এহিয়ার রহমান (৫৬) নামের সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় মাদকসেবীরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের থামানোর চেষ্টা করেন এবং চাচাতো ভাই সিরাজুলকে নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এসময় পেছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি ও লোহার রড দিয়ে তারা হামলা করেন।

আহত এহিয়ার রহমান জানান, আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াতো। তিনি তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায় বলে এহিয়ার রহমান অভিযোগ করেন। মামলার আসামিরা হলেন- রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো. মাসুম, বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী, মিণ্টুর ছেলে রিফাত হোসেন, আমির আলীর স্ত্রী মোছা. মঞ্জুরা বেগম, মিণ্টুর স্ত্রী রিনা বেগম ও তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে।