ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

মুজিবনগরে তিন বিঘা গম বিষ দিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৫:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির গমে ঘাস মারা বিষ দিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষক। ভুক্তভোগী কৃষক আল-আমিন হোসেন জানান, তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমিতে গম চাষ করেছিলেন। গত ৪-৫ দিন আগে তার এক ভাই মৃত্যুবরণ করায় পরিবারের সবাই মরদেহ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সুযোগ বুঝে একই গ্রামের চাঁদ নওরীর ছেলে নুরফল, নুরফলের ছেলে সাহাজুল এবং ফয়জুলের ছেলে আব্দুর রাজ্জাক তার জমিতে ঘাস মারা বিষ দেন।

তিনি আরও বলেন, প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও সোমবার সকালে মাঠে গিয়ে দেখতে পান, গম গাছ পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে। এতে আর গমের ফলন হবে না। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগরে তিন বিঘা গম বিষ দিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৫:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির গমে ঘাস মারা বিষ দিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষক। ভুক্তভোগী কৃষক আল-আমিন হোসেন জানান, তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমিতে গম চাষ করেছিলেন। গত ৪-৫ দিন আগে তার এক ভাই মৃত্যুবরণ করায় পরিবারের সবাই মরদেহ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সুযোগ বুঝে একই গ্রামের চাঁদ নওরীর ছেলে নুরফল, নুরফলের ছেলে সাহাজুল এবং ফয়জুলের ছেলে আব্দুর রাজ্জাক তার জমিতে ঘাস মারা বিষ দেন।

তিনি আরও বলেন, প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও সোমবার সকালে মাঠে গিয়ে দেখতে পান, গম গাছ পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে। এতে আর গমের ফলন হবে না। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।