শিরোনাম:
মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৫:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সহযোগিতায় ৪ দিনব্যাপ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তরিকুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ও সহকারী পরিচালক আবির হোসেন। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ ইউনিয়ন পরিষদের ২০ জন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
ট্যাগ :