তিতুদহে বিশ্ব বন্যপ্রাণি দিবস পালন
- আপলোড টাইম : ০৫:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে এই শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।
তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সর্বদা নির্ভীক এই সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রাণিকূল ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে । জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতনতা হতে হবে। তাহলে বাঁচবে বন্যপ্রাণী, বাঁচবে সভ্যতা। এছাড়া মানুষ পাবে নির্ভেজাল নিশ্বাস। সভায় বক্তব্য দেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু। তিনি বলেন, এই দিবসটি আমরা যথাযথ মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারো পালন করেছি। আমাদের সংগঠন দীর্ঘদিন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে। ২০১৩ সালের ২০ ডিসেম্বর এক সাধারণ সভায় ৩ রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণি দিবস হিসেবে ইউনেস্কো ঘোষণা করে। আমরা এই দিবসটি গ্রামের মানুষগুলোর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামের হাট-বাজারে পালন করে থাকি। যদি গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয় তবেই আমাদের সার্থকতা। কারণ বন্যপ্রাণী গুলো বেশির ভাগ গ্রামের অসচেতন মানুষ দ্বারা আহত ও প্রাণ হারায়।
এসময় মানবতার সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল, প্রচার সম্পাদক সুলতান সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আলামিন, আইনবিষয়ক সম্পাদক লাবু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম অপু, সদস্য সোয়াইব, তুষার, বরকত, নাসিম, শান্ত, নাঈম, সাকিব, নাজমুল, বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।