বন্দিদশা থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন আলমডাঙ্গার আরাফাত
- আপলোড টাইম : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার বাদেমাজুর গ্রামের আরাফাত ঢাকার এক অজানা কক্ষে বন্দিদশা থেকে কৌশলে পালিয়ে প্রাণে ফিরেছেন। জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের তরুণ আরাফাত হোসেন (১৮) গত শুক্রবার বন্ধুর কাছে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হয়। বের হওয়ার খানিক পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় জিডি করেন তার বাবা।
পরিবার ও সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার বাদেমাজু গ্রামের বকুল হোসেনের কলেজপড়ুয়া ছেলে আরাফাত হোসেনকে গত শুক্রবার সোয়া নয়টায় দিকে ফোন করে অজ্ঞাত কেউ। তিনি আরাফাতকে পাওনা টাকা নিতে আলমডাঙ্গা সাদা ব্রিজে ডাকেন। আরাফাত তার বড় ভাইকে সাথে নিতে চাইলে অজ্ঞাত ব্যক্তি একা যেতে বলেন। সাড়ে নয়টার দিকে আরাফাত মোটরসাইকেল নিয়ে বের হয়। রোডের ভেতর একই গ্রামের আরেক তরুণ সাইফুলের সাথে দেখা হয়।
সাইফুল তার সাথে যেতে চাইলেও আরাফাত সাথে নেয়নি। বলেছিলেন দ্রুত চলে আসবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি আরাফাত। রাত ১১টার দিক থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। তবে কোথাও খোঁজ পাননি। সকালে উঠে তারা ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে আরাফাতের বাবা জিডি করেন।
গতকাল রোববার রাত ৮টার দিকে এক অজানা নম্বর থেকে কল আসে আরাফাতের বাবার নিকট। ফোনে আরাফাত কৌশলে পালিয়ে প্রাণে বেঁচেছেন বলে তার বাবাকে জানায়। তবে কারা এই অপহরণ করেছে তা বিস্তারিত জানায়নি। সে ভয়ে অজ্ঞত স্থানে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে বলে জানিয়েছেন।