বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার
- আপলোড টাইম : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল ও ১৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দিবাগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের কলা বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া প্রায় একই সময় ৫৮ বিজিবির নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৫/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মো. আতিয়ারের আমবাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৯৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আর গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া গ্রামের আমবাগানের ভেতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।