চুয়াডাঙ্গায় ডেভিল হান্টে আ.লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার
- আপলোড টাইম : ১০:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টেআওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর ও খেজুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী সাত্তার মোল্লা (৫২) ও খেজুরা গ্রামের মৃত বিশারত আলী জোয়ারর্দ্দারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বায়েজিদ রহমান জোরর্দ্দার (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ও রাজীব আলী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ভিন্ন ভিন্ন মামলার আসমি। চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে।