দর্শনায় রমজানের প্রথম দিনেই কলা-বেগুনের দাম দ্বিগুণ
সরবরাহ থাকলেও কৃত্রিম সংকট তৈরি
- আপলোড টাইম : ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
দর্শনায় পবিত্র রমজানের প্রথম দিনেই কলা, বেগুন ও শসার দাম হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। চাহিদার কারণে বাজারে প্রচুর পরিমাণে এসব পণ্য সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই।
রমজানের শুরুতে ইফতারের জন্য কলা, বেগুন ও শসার চাহিদা বেড়ে যায়। তবে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে প্রতি বছরই এসব পণ্যের দাম বাড়িয়ে দেন বলে অভিযোগ ক্রেতাদের। গতকাল রোববার দর্শনা বাজারে মাঝারি আকারের কলার হালি ১৬ থেকে ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকায় বিক্রি হয়েছে। বেগুনের কেজি ৩০-৪০ টাকা থেকে এক লাফে ৮০-৯০ টাকায় পৌঁছেছে।
দাম বাড়ার ফলে নিম্ন আয়ের মানুষের ইফতারের অন্যতম উপকরণ এগুলো ক্রয় করা কঠিন হয়ে পড়েছে। রমজানের প্রথম দিনেই এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। দর্শনা বাজারের কলা বিক্রেতা কাসেম আলী বলেন, ‘আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। তাছাড়া কৃষকদের উৎপাদন খরচও বেড়েছে।’ সচেতন মহল মনে করে, ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার প্রবণতা রুখতে বাজার মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন, যাতে কেউ অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করতে না পারে।