ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গাংনীতে গৃহবধূ মাহফুজার মৃত্যু, হ-ত্যা মামলা দায়ের

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১০:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আহত গৃহবধূ মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন। গত শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহফুজা খাতুন গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, প্রায় চার বছর আগে আব্দুর রশীদের ছেলে সোহেল রানার বিয়ে হয় প্রতিবেশী শওকত আলীর মেয়ে পিংকীর সঙ্গে। পিংকী প্রতিবন্ধী হওয়ায় দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। গত বৃহস্পতিবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আব্দুর রশীদ ও শওকত আলীর পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই পক্ষকে শান্ত করলেও শওকত আলীর পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। সেদিন রাতেই শওকত আলীর লোকজন রশীদের বাড়িতে হামলা চালায়। এসময় রশীদ ও তার স্ত্রী মাহফুজা খাতুন গুরুতর আহত হন। হামলাকারীরা মাহফুজার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল গাংনী থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মামলার ৩ নম্বর আসামি আসাদ মোল্লা ও ১৬ নম্বর আসামি জালাল মোল্লা ওরফে ঝাড়ুকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে গৃহবধূ মাহফুজার মৃত্যু, হ-ত্যা মামলা দায়ের

আপলোড টাইম : ১০:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আহত গৃহবধূ মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন। গত শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহফুজা খাতুন গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, প্রায় চার বছর আগে আব্দুর রশীদের ছেলে সোহেল রানার বিয়ে হয় প্রতিবেশী শওকত আলীর মেয়ে পিংকীর সঙ্গে। পিংকী প্রতিবন্ধী হওয়ায় দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। গত বৃহস্পতিবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আব্দুর রশীদ ও শওকত আলীর পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই পক্ষকে শান্ত করলেও শওকত আলীর পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। সেদিন রাতেই শওকত আলীর লোকজন রশীদের বাড়িতে হামলা চালায়। এসময় রশীদ ও তার স্ত্রী মাহফুজা খাতুন গুরুতর আহত হন। হামলাকারীরা মাহফুজার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল গাংনী থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মামলার ৩ নম্বর আসামি আসাদ মোল্লা ও ১৬ নম্বর আসামি জালাল মোল্লা ওরফে ঝাড়ুকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।