ভাংবাড়ীয়ায় ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ১০:১৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আগামী ৫ রমজানে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আয়োজনের উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপিা সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালিদ সালেহীন রাজু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী।
এছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রিজাউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বল্টু আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবিরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সহসভাপতি দিরাজ বিস্বাস, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. মান্নান, সাধারণ সম্পাদক সেন্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।