ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঝিনাইদহ পৌরসভায় সেবাগ্রহীতার ওপর হামলা

বরখাস্ত হলেন পৌরসভার ৬ কর্মচারী

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগে ঝিনাইদহ পৌরসভার ৬ জন কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় কর্মরত বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রি মো. খালেকুজ্জামান ও পাম্প হাউস প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত ও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী মো. সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেনকে দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যহতি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় এ খবর নিশ্চিত করেন।
তথ্য নিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দীন শফি নামে একজন সেবাগ্রহীতা অভিযোগ নিয়ে আসেন। কিন্তু সেবাগ্রহীতার সমস্যার সমাধান না করে তার ওপর চড়াও হয় এবং মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌরসভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে কমিটি বিষয়টি যাচাই শেষে উল্লেখিত ৬ ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পায় এবং উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করে।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় জানান, সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহ পৌরসভায় সেবাগ্রহীতার ওপর হামলা

বরখাস্ত হলেন পৌরসভার ৬ কর্মচারী

আপলোড টাইম : ১০:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগে ঝিনাইদহ পৌরসভার ৬ জন কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় কর্মরত বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রি মো. খালেকুজ্জামান ও পাম্প হাউস প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত ও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী মো. সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেনকে দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যহতি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় এ খবর নিশ্চিত করেন।
তথ্য নিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দীন শফি নামে একজন সেবাগ্রহীতা অভিযোগ নিয়ে আসেন। কিন্তু সেবাগ্রহীতার সমস্যার সমাধান না করে তার ওপর চড়াও হয় এবং মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌরসভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে কমিটি বিষয়টি যাচাই শেষে উল্লেখিত ৬ ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পায় এবং উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করে।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় জানান, সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।