ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

নতুনভাবে উজ্জীবিত হয়ে ভোট প্রদানের আহ্বান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ৪৫ বার পড়া হয়েছে

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ভোটাধিকার সকল নাগরিকের অধিকার। এ অধিকারের বাস্তবায়ন করাও সকলের দায়িত্ব। ভোট দিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র সকল নাগরিকের নিতে হবে। জাতীয় পরিচপত্রে কোনো ভুল থাকলে আপনারা সংশোধন করে নিবেন।’ সময় জেলা প্রশাসক জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে ভোটারদের ভোট প্রদানের আহ্বান জানান এবং যারা এখনো ভোটার হয়নি তাদের দ্রুত ভোটার নিবন্ধন করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, ‘চুয়াডাঙ্গা জেলায় মোট ভোটার আছে ৯ লাখ ৭৪ হাজার ৮৫ জন। আর সামনে সংসদ নির্বাচনে সকল নাগরিককে ভোটে অংশগ্রহণ করানোর জন্য ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলমান আছে।’ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়ের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সকাল ৯টায় উপজেলা পরিষদ নির্বাচন অফিসের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, রিসোর্স ইনস্ট্রাক্টর জামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। সকাল ১০টায় একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, ‘ভোট প্রদান প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দেশের বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ডের গুরুত্ব রয়েছে, তাই সবাইকে ভোটার হতে হবে।’ সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম। অন্যদিকে, ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার (ইউএনও) মো. ওয়ালিল্লাহ। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

oplus_0

অন্যদিকে, গাংনীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ইসলাম। আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী এবং ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, আঠারো বছর বয়স হলেই একজন নাগরিক ভোটার হওয়ার সুযোগ পান। নির্বাচন কমিশন নিয়মিত ভোটার তালিকা হালনাগাদ করছে।

অপর দিকে, ঝিনাইদহে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। দিবসটি উপলক্ষে গতকাল শোভাযাত্রা করার কর্মসূচি থাকলেও তা বাতিল হয়। সকালে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কালেক্টরেট স্কুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিয়ুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ ছিল কম এবং পূর্বঘোষিত শোভাযাত্রা আয়োজন না করায় অনেকেই হতাশা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল। এসব বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। আয়োজনের বিষয়টি বুঝতে পারিনি। আগামীতে যথাযথভাবে পালন করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

নতুনভাবে উজ্জীবিত হয়ে ভোট প্রদানের আহ্বান

আপলোড টাইম : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ভোটাধিকার সকল নাগরিকের অধিকার। এ অধিকারের বাস্তবায়ন করাও সকলের দায়িত্ব। ভোট দিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র সকল নাগরিকের নিতে হবে। জাতীয় পরিচপত্রে কোনো ভুল থাকলে আপনারা সংশোধন করে নিবেন।’ সময় জেলা প্রশাসক জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে ভোটারদের ভোট প্রদানের আহ্বান জানান এবং যারা এখনো ভোটার হয়নি তাদের দ্রুত ভোটার নিবন্ধন করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, ‘চুয়াডাঙ্গা জেলায় মোট ভোটার আছে ৯ লাখ ৭৪ হাজার ৮৫ জন। আর সামনে সংসদ নির্বাচনে সকল নাগরিককে ভোটে অংশগ্রহণ করানোর জন্য ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলমান আছে।’ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়ের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সকাল ৯টায় উপজেলা পরিষদ নির্বাচন অফিসের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, রিসোর্স ইনস্ট্রাক্টর জামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। সকাল ১০টায় একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, ‘ভোট প্রদান প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দেশের বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ডের গুরুত্ব রয়েছে, তাই সবাইকে ভোটার হতে হবে।’ সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম। অন্যদিকে, ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার (ইউএনও) মো. ওয়ালিল্লাহ। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

oplus_0

অন্যদিকে, গাংনীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ইসলাম। আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী এবং ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, আঠারো বছর বয়স হলেই একজন নাগরিক ভোটার হওয়ার সুযোগ পান। নির্বাচন কমিশন নিয়মিত ভোটার তালিকা হালনাগাদ করছে।

অপর দিকে, ঝিনাইদহে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। দিবসটি উপলক্ষে গতকাল শোভাযাত্রা করার কর্মসূচি থাকলেও তা বাতিল হয়। সকালে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কালেক্টরেট স্কুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিয়ুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ ছিল কম এবং পূর্বঘোষিত শোভাযাত্রা আয়োজন না করায় অনেকেই হতাশা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল। এসব বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। আয়োজনের বিষয়টি বুঝতে পারিনি। আগামীতে যথাযথভাবে পালন করা হবে।’