চুয়াডাঙ্গা পৌর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন
সভাপতি ফরিদা ও সম্পাদক জোৎসা
- আপলোড টাইম : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রীনা। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন সর্দ্দার। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আমেনা খাতুন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড শাখার ৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ফরিদা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক জোৎসা খাতুন, সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন ও সাহানা খাতুন সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।