চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে হুইল চেয়ার বিতরণকালে ইউএনও এম সাইফুল্লাহ
প্রত্যেক কাজ যেন ফলপ্রসু হয়, সেদিকে খেয়াল রাখতে হবে
- আপলোড টাইম : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সংস্থাটির প্রধান কার্যালয়ে গত শনিবার সকাল ১০টায় এ আয়োজন করা হয়। আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরিশ্রম করেই সফলতা আসে, পরিশ্রম করতে হবে। দেশের কথা ভাবতে হবে। যে যেভাবে সম্ভব, দেশের কাজ করতে হবে। দেশের জন্য কাজ করা অর্থ নিজের এবং নিজের পরিবারের জন্যও কাজ করা। আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক যেন সঠিক হয়। প্রত্যেক কাজের যেন ভালো ফল আসে। যদি কাজ সঠিক না হয়, তা হলে কারোর কোনো লাভ হবে না। আমাদের দেশের কথা ভেবে সফল কাজ করতে হবে।’ ইউএনও বলেন, ‘আমি এখানে আসার পর আত্মবিশ্বাসের কথা শুনেছি। আত্মবিশ্বাস এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। এ ধরনের আয়োজনের জন্য আমি আত্মবিশ্বাসকে ধন্যবাদ জানাই।’
সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস বলেন, ‘আত্মবিশ্বাস প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে। এর আগেও বিভিন্ন সময় আমরা এ ধরনের আয়োজন করে থাকি। পিকেএসএফ আমাদেরকে সহযোগিতা করে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যোগ্য ব্যক্তির হাতেই সহযোগিতা পৌছে দিই।’ তিনি বলেন, ‘শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ সামাজিক অনেক কাজই এখন আত্মবিশ্বাসের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা নিয়মিত এই আয়োজনগুলো করে থাকি। আত্মবিশ্বাস কর্মসংস্থান সৃষ্টিসহ উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। আমাদের সহযোগিতায় এখন অনেক উদ্যোক্তা সফল ব্যবসায়ী।’
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। এমআইএস অফিসার জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আক্কাস আলী, সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) একেএম হাসানুজ্জামান, সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) মো. আবু সাদাত রিমু, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম আলো প্রমুখ।