শিরোনাম:
চুয়াডাঙ্গার সুজায়েতপুরে মাঠ থেকে দুটি ট্রান্সফরমার চুরি
প্রতিবেদক, তিতুদহ:
- আপলোড টাইম : ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১০৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শনিবার দিবাগতত রাতে সুজায়েতপুর পনচারার মাঠের আলামিন হোসেনের ঝঞড লাইনের ১০ কেভি ট্রান্সফরমার ও একই গ্রামের সামিউল ইসলামের ঝঞড লাইনের ১০ কেবি ট্রান্সফরমার কাটাখালি মাঠ থেকে চুরি হয়েছে। ভুক্তভোগীরা জানান, দিনের বেলা বৈদ্যুতিক মোটর দিয়ে আবাদি জমিতে সেচ দিয়ে রাতে বাড়ি চলে গিয়েছিলেন। সকালে মাঠে এসে দেখেন ট্রান্সফরমারের কিছু খোলা যন্ত্রাংশ পড়ে আছে এবং মূল্যবান যন্ত্রাংশগুলো নিয়ে গেছে চোরেরা। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।
ট্যাগ :