দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৯:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
দর্শনায় বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার দর্শনা বাজারে ওষুধ, কসমেটিক্স, মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দোকানে তদারকি করা হয়। এসময় দোকানে মূল্যতালিকা না প্রদর্শন করার কারণে মো. আব্দুল ওদুদের প্রতিষ্ঠান এম আর স্টোরকে ৪ হাজার টাকা ও মো. জহিরুল ইসলামের প্রতিষ্ঠান সরদার স্টোরকে ৪ হাজার টাকা এবং মো. জসিম উদ্দিনের প্রতিষ্ঠান দেওয়ান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
মোহাম্মদ মামুনুল হাসান আরও জানান, এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য-তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।