শিরোনাম:
রমজানে দর্শনায় ভোরের সাথীদের শরীরচর্চা বন্ধ ঘোষণা
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ১০:২২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে দর্শনা সরকারি কলেজ মাঠে সকালের শরীরচর্চা এক মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠন ‘ভোরের সাথী’। গতকাল শনিবার সকালে শরীরচর্চা শেষে সংগঠনের সদস্য নজমুল হুদা এ ঘোষণা দেন। তিনি রমজান মাসে দিনের বেলায় সব হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ও মদের দোকান বন্ধ রাখার আহ্বান জানান।
এছাড়া রমজান মাসে তিন দফায় ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার আনোয়ার হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক লুৎফর রহমান, ঠিকাদার নাজমুল হুদা, ব্যবসায়ী আব্দুল মজিদ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, ব্যবসায়ী শৈলেন কুমার শান্তা, সাজ্জাদ হোসেন সজল, পৌর কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।